বিধানসভা নির্বাচন: জয়ের পথে কোন তারকা এগিয়ে, কে পিছিয়ে

বিধানসভা নির্বাচন: জয়ের পথে কোন তারকা এগিয়ে, কে পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসতে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। এখন পর্যন্ত মমতার তৃণমূল এগিয়ে আছে। এই নির্বাচনে অনেক তারকা প্রার্থী নেমেছেন ভাগ্য পরীক্ষায়। কিন্তু কে কার চেয়ে এগিয়ে।

চলুন দেখে নেয়া যাক সেই তালিকাটা...

যশ দাশগুপ্ত - প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে চণ্ডীতলার বিজেপি প্রার্থী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় - বেহালা পশ্চিমে পিছিলে গেলেন বিজেপি প্রার্থী।  

পায়েল সরকার - প্রাখমিক ট্রেন্ডে এগিয়ে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী।

news24bd.tv

কাঞ্চন মল্লিক - প্রাখমিক ট্রেন্ডে এগিয়ে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী।

 

কৌশানী মুখোপাধ্যায় - প্রাখমিক ট্রেন্ডে পিছিয়ে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী।

news24bd.tv

সায়নী ঘোষ - আসানসোল দক্ষিণে পিছিয়ে তৃণমূল প্রার্থী।  

রাজ চক্রবর্তী - এগিয়ে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী।  

অদিতি মুন্সি - রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী।

news24bd.tv

সোহম চক্রবর্তী - চণ্ডীপুরে এগিয়ে সোহম চক্রবর্তী।  

রুদ্রনীল ঘোষ - ভবানীপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।  

তনুশ্রী চক্রবর্তী - শ্যামপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী।

news24bd.tv

পার্নো মিত্র - বরাহনগরে পিছিয়ে বিজেপি প্রার্থী।

হিরণ চট্টোপাধ্যায় - খড়্গপুরে সদরে এগিয়ে বিজেপি প্রার্থী।  

লাভলি মৈত্র - সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর