লঙ্কানদের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা

লঙ্কানদের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা

অনলাইন ডেস্ক

দ্বিতীয় টেস্ট সিরিজের চতুর্থ দিনে পাহাড় সমান টার্গেট দিয়ে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ৪৩৬ রানের লিড দিয়েছে তারা। জিততে হলে বাংলাদেশের করতে হবে ৪৩৭ রান। আর সেই লক্ষ্যেই ব্যাট করছে টাইগাররা।

ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ দল অলআউট হয় ২৫১ রানে। নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফলোঅনে পড়লেও, তা করাননি লঙ্কান অধিনায়ক। ২৪২ রানের বিশাল লিড নিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় ইনিংসে।

আরও পড়ুন


নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ভালো আছেন খালেদা জিয়া, ফিরোজায় ফিরতে পারেন বৃহস্পতিবার

বিধানসভা নির্বাচন: জয়ের পথে কোন তারকা এগিয়ে, কে পিছিয়ে

ফারুকীর জন্মদিনে তিশার সারপ্রাইজ রহস্য


আজ (রোববার) ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ইনিংস ঘোষণার আগে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১৯৪ রান। প্রথম ইনিংসের ২৪২ রানসহ তাদের লিড দাঁড়িয়েছে ৪৩৬ রানের। এ রান তাড়া করে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। আর সাদা পোশাকের ক্রিকেটে রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড ৪১৮ রানের। অর্থাৎ ম্যাচ জিততে এখন ইতিহাসই গড়তে হবে মুমিনুল-তামিমদের।

news24bd.tv আহমেদ