মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ

মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ

অনলাইন ডেস্ক

হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় এই রিমান্ড চাওয়া হয়।

২৪ দিনের এই রিমান্ড আবেদন করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২ মে) সোনারগাঁও থানার দায়ের করা ঝর্ণার মামলায় ১০ দিনের, রয়েল রিসোর্ট কাণ্ডে ৭ দিনের ও উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন করা হয়।

আরও পড়ুন


লঙ্কানদের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা

নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ভালো আছেন খালেদা জিয়া, ফিরোজায় ফিরতে পারেন বৃহস্পতিবার

বিধানসভা নির্বাচন: জয়ের পথে কোন তারকা এগিয়ে, কে পিছিয়ে


জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলায় ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিনসহ মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য।

এর আগে গত ৩০ এপ্রিল প্রলোভন, প্রতারণা,  নির্যাতনের অভিযোগ এনে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

news24bd.tv আহমেদ