পাতার পোশাক পরে অটোচালক ফরিদের ব্যতিক্রমী প্রচারণা

পাতার পোশাক পরে অটোচালক ফরিদের ব্যতিক্রমী প্রচারণা

Other

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে বিভিন্ন প্রচারণা। তবে দেশে এমন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি পিরোজপুরে পাতার তৈরি পোশাক পরে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন অটোরিকশা চালক ফরিদ খান।

বেশ কয়েকদিন ধরে তিনি পিরোজপুর শহরের বিভিন্ন হাটবাজারে ঘুরে মানুষের মাঝে করোনা ভাইরাস ও জলবায়ূ পরিবর্তনের ভয়াবহতার কথা তুলে ধরেন।

এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল করা লোকজন ও অটোরিকশার চালক ও যাত্রীদের সচেতনতামূলক পরামর্শ দেন তিনি।


আরও পড়ুনঃ


ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ সাময়িকভাবে অবৈধ, জেল-জরিমানার বিধান

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


অটোরিকশা চালক ফরিদ বলেন, মানুষকে লকডাউন মানতে বলা অথবা স্বাস্থ্যবিধি মেনে চলতে বলার চেয়ে করোনার বিপদ ও আমাদের উপকূলীয় জেলায় জলবায়ূ পরিবর্তনের ফলে ক্ষতি সম্পর্কে জানালে তা মনে গেঁথে যাবে। এতে তারা আরো বেশি সচেতন হবে- এ ভাবনা থেকে এই ব্যতিক্রমী আয়োজন।

শহরে অটোচালক ফরিদের এমন উদ্যোগকে স্বাগত জানায় পৌরবাসী।

news24bd.tv / নকিব