গণপরিবহন চালুর দাবিতে খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

গণপরিবহন চালুর দাবিতে খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

Other

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। রোববার (২ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের সামনের সড়ক বন্ধ করে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় শ্রমিকরা জানান, প্রায় এক মাস ধরে লকডাউনে পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। আয় রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, লকডাউনের কথা বলা হলেও মার্কেট-গার্মেন্টসসহ সকল সেক্টর স্বাভাবিকভাবে চলছে। সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মাহেন্দ্র, অটোরিকসা চলাচল করছে। শুধু দিনের পর দিন পরিবহন বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন


দখলদারদের সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

ক্ষমতার আসনে আবারও দিদি, ঢাকঢোল পিটিয়ে উৎসব (ভিডিও)

পদ্মা সেতুর পুরো স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে: ওবায়দুল কাদের

মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ


করোনাকালে খুলনার ১০ হাজার গণপরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়লেও সরকারি-বেসরকারি সহায়তা পায়নি।

পরিবহন মালিকরাও তাদের খোঁজ খবর নেয়নি।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব জানান, লকডাউনে শ্রমিকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কর্মহীন হয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। সামনে ঈদ আর এই সময় আয়ের পথ বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিকরা। তিনি বলেন, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচলের অনুমতি দিলে শ্রমিকদের কষ্ট লাঘব হবে।

news24bd.tv আহমেদ