প্রথমবারের মত রাতে নামবে নাসার মহাকাশযান

প্রথমবারের মত রাতে নামবে নাসার মহাকাশযান

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নাসা ও জাপান স্পেস এজেন্সির ৪ মহাকাশচারীকে নিয়ে রাতে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) এই প্রথম পৃথিবীতে অবতরণ করতে চলেছে কোন মহাকাশযান।

এই ঘটনা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ অভিযানের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম।

নাসা জানিয়েছে, ভারতীয় সময় রবিবার বিকেলের দিকে স্পেস স্টেশনে থাকা ৪ মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এলন মাস্কের সংস্থা স্পেস-এক্স-এর ড্রাগন রকেট। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।


আরও পড়ুনঃ


ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ সাময়িকভাবে অবৈধ, জেল-জরিমানার বিধান

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


নাসার যে ৩ মহাকাশচারীকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের নাম ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার। এদের সঙ্গে রয়েছেন ‘জাপান স্পেস এজেন্সি (জাক্সা)’-র মহাকাশচারী সইচি নোগুচিও।

news24bd.tv / নকিব