পরিবারসহ মানবেতর দিন কাটছে জামদানি শিল্পের কারিগররা

Other

বয়ন শিল্পের ইতিহাসে ঐতিহ্য আর আভিজোত্যের জায়গা দখল করে আছে জামদানি শিল্প। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, এই শিল্পের সাথে জড়িত বহু কারিগর। করোনার ঢেউ-এ প্রায় দুইবছর একেবারে টালমাটাল জীবন যাপন করছেন তারা।  

লকডাউনের কারণে নেই ক্রেতা সমাগম, এমনকি ঈদকে ঘিরেও নেই ব্যস্ততা।

এ পরিস্থিতি চলমান থাকলে জামদানি রপ্তানিতে, বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে দেশ, এমনটই বলছেন জামদানি শিল্পীরা।  

পান্নাহাজার, তেরছা, করোলা, ময়ূরপ্যাঁচপাড়, কল্কাপাড়, জুঁইবুটি, আঙুরলতা-এমন হরেক নকশায় নিজ স্বকীয়তা মেলে ধরে এক একটি জামদানি। আভিজাত্যে মোড়ানো আটপৌঢ় এ শাড়ির ভাঁজে ভাঁজে কেবল নারীর সৌন্দর্যই নয়, একই সাথে প্রকাশ পায় বুনন শিল্পের ইতিহাস ও ঐতিহ্য।

বয়ন শিল্পের উদ্ভব আনুমানিক প্রায় ৪ হাজার বছর আগে।

কিন্তু ইতিহাসের পাতায় নেই জামদানির কোন তথ্য। তবে নানান তথ্য-উপাত্তের ভিত্তিতে ধারণা করা হয় মসলিনের উত্তরসূরিই এই জামদানি।  

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবতে গড়ে উঠেছে জামদানি পল্লী। যেখানে কাজ করছেন প্রায় আড়াই হাজার কারিগর। পরিশ্রম অনুযায়ী নেই পর্যাপ্ত মজুরী, তবুও স্বানন্দে রয়েছেন এই পেশায়।  

করোনা মহামারিতে, গেলো বছর থেকে চলতি বছর একেবারেই ধোঁয়াশা দেখছেন এই শিল্পের কারিগররা। লকডাউনের কারণে নেই ক্রেতা সমাগম, এমনকি ঈদকে ঘিরেও নেই ব্যস্ততা।

নেই সরকারি প্রণোদনা। এমনকি বিনা শর্তে সরকারি ঋণ সহায়তার কথা থাকলেও, সেখানেও রয়েছে নানামুখী বাধা।

দিনের পর দিন এভাবেই চলতে থাকলে জামদানি শাড়ি রপ্তানিতে, বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে দেশ, এমনটই বলছেন কারিগররা।

আরও পড়ুন


পদ্মা সেতুর পুরো স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে: ওবায়দুল কাদের

মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ

লঙ্কানদের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা

নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ


news24bd.tv / কামরুল