বড় ব্যবধানে হার বাংলাদেশের

বড় ব্যবধানে হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে হার প্রায় নিশ্চিত জেনেই ব্যাটিংয়ে নেমেছিলো বাংলাদেশ। উদ্দেশ্য ছিলো যতোটা সময় মাঠে কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। কিন্তু টিকতে পারলেন না এক সেশনও। শেষ ইনিংসে মাত্র ২২৭ রানে গুটিয়ে গিয়ে ২০৭ রানের বড় ব্যবধানে হেরেছে মুমিনুলবাহিনী।

টাইগারদের শোচনীয় ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন নবীন বোলার প্রবীন জয়াবিক্রমে। অভিষেক টেস্টেই ১১ উইকেট ঝুলিতে ভরেছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার।


আরও পড়ুনঃ


ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


এর আগে প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় মুমিনুল বাহিনী। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা।

পরে ২৪২ রানে এগিয়েও ফলোঅন করায়নি মুমিনুলদের। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৪ রান তুলে টার্গেট দেয় ৪৩৭ রানের।

news24bd.tv / নকিব