১৬৭ দিন পর মহাকাশ থেকে ফিরল চার নভোচারী

অনলাইন ডেস্ক

১৬৭ দিন অবস্থানের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন শেষে রোববার পৃথিবীর বুকে ফিরে এলেন চার নভোচারী।  

রোববার নভোচারী ভিক্টর গ্লোভার, মাইকেল হপকিন্স, সোইচি নোগুচি ও শ্যানন ওয়াকারকে নিয়ে ফ্লোরিডার পানামা শহরের উপকূলে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল।  

গেল বছরের ১৫ নভেম্বর শুরু হয়েছিল ক্রু-১ নামের এই মিশন। চারজনের মধ্যে তিনজন মার্কিন ও নোগুচি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী।

 


বড় ব্যবধানে হার বাংলাদেশের

বাংলাবাজার ঘাটে স্পিডবোট ডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

মুখ্যমন্ত্রী হতে যেসব নিয়মের মধ্য দিয়ে যেতে হবে মমতাকে

মুক্ত গণমাধ্যম দিবস আজ


নাসার বাণিজ্যিক ক্রু সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ড্রাগন ক্যাপসুলটি নভোচারীদের বহন করে নিয়ে আসে। ২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রামের পর থেকে যুক্তরাষ্ট্র থেকে শুরু হয় মহাকাশে প্রথম মানব অভিযান।

news24bd.tv নাজিম