শ্রমিকদের বেতন-বোনাস দিতে প্রণোদনা ঋণ চান গার্মেন্টস ব্যবসায়ীরা

শ্রমিকদের বেতন-বোনাস দিতে প্রণোদনা ঋণ চান গার্মেন্টস ব্যবসায়ীরা

Other

করোনার ভয়াবহতার মধ্যে চলমান লকডাউনেও দেশের পোশাক শিল্প কারখানা চালু। তবুও গার্মেন্টস ব্যবসায়ীরা ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস দিতে সরকারের কাছে চাচ্ছেন প্রণোদনা ঋণ।

৭ মে’র মধ্যে টাকা না পেলে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। আর অর্থনীতিবিদরা বলছেন, ঈদের আগে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করে নেয়ার চেষ্টা করছেন গার্মেন্টস মালিকরা।

 

বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন। অর্থনীতির চাকা সচল রাখতে খোলা রাখা হয়েছে দেশের সব গার্মেন্টস কারখানা। বিশ্বের বিভিন্ন দেশের বায়ারদের আনাগোনা যেখানে বেড়েছে ঠিক এই সময়ে ঈদকে সামনে রেখে গত বছরের প্রণোদনার ঋণের টাকা শোধ না করেই ফের নামমাত্র সুদে প্রনোদনা ঋণের আবদার করছেন গার্মেন্টস মালিকরা।

ঈদ বোনাস বাবদ একশো কোটি টাকার বাড়তি চাহিদ আছে।

সরকারের সহায়তা ছাড়া এটি যোগানো অসম্ভব বলছেন এই খাতের উদ্যোক্তারা।

সরকারের উদারতাকে দুর্বলতা ভেবে এটিকে অনৈতিক সুবিধা আদাযের চেষ্টা বলছেন অর্থনিতীবিদরা।


বড় ব্যবধানে হার বাংলাদেশের

বাংলাবাজার ঘাটে স্পিডবোট ডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

মুখ্যমন্ত্রী হতে যেসব নিয়মের মধ্য দিয়ে যেতে হবে মমতাকে

মুক্ত গণমাধ্যম দিবস আজ


ঈদের আগে বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ ঠেকাতে এখন থেকেই সবপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

news24bd.tv নাজিম