স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দোকান পাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। যদি স্বাস্থ্য বিধি মানা না হয়, তবে বন্ধ করে দেয়া হবে। জরিমানা করা হবে।
আন্ত জেলা পরিবহন বন্ধ থাকবে।
আজ সোমবার কেবিনেট মিটিং শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্ত বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ দেয়া হয়েছে। আকাশ পরিবহন বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, এসব সিদ্ধান্ত ঈদ পর্যন্ত নেয়া হয়েছে। সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপর অফিসিয়াল সিদ্ধান্ত আসবে।
আরও পড়ুন:
সিংহের প্রজনন বন্ধ করছে দক্ষিণ আফ্রিকা
শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি
সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?
উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি
news24bd.tv / কামরুল