নাইট রাইডার্সের দুই খেলোয়াড়ের করোনা শনাক্ত, ম্যাচ স্থগিত

নাইট রাইডার্সের দুই খেলোয়াড়ের করোনা শনাক্ত, ম্যাচ স্থগিত

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির মধ্যেই ভারতে চলছে আইপিএল। এ নিয়ে খোদ ভারতীয়দের মধ্যেই আলোচনা সমালোচনার শেষ নেই। তবে নগর পুড়লে দেবালয়ও এড়ায় না।

এরই মধ্যে কয়েকজন ক্রিকেটারের পরিবার আক্রান্ত হওয়ায় তারা দল ছেড়েছেন।

এবার সাকিব আল হাসানের দল হানা দিলো করোনা।

এবার সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে সোমবার (৩ মে) অনুষ্ঠেয় কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ। জানিয়েছে ইএসপিএন।

ইএসপিএন জানায়, স্পিনার বরুন চক্রবর্তী ও বোলার সন্দ্বীপ ওয়ারিয়ার করোনায় আক্রান্ত। আইপিএলে এটাই প্রথম করোনার হানা। এর আগে কোনো খেলোয়াড়ের করোনা পজিটিভ শোনা যায়নি।


আরও পড়ুনঃ


সিংহের প্রজনন বন্ধ করছে দক্ষিণ আফ্রিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


তবে দলের অস্ট্রেলিয়ান খেলোয়াড় প্যাট কামিন্স করোনা আক্রান্ত বলে শোনা গেলেও দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। এর আগে রবিচন্দ্রন অশ্বিন পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় দল ছাড়েন।

স্থগিত ম্যাচটির সময়সূচী এখনো জানানো হয়নি।

news24bd.tv / নকিব