আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

টানা কয়েকদিন সারাদিন তীব্র গরমের পর গতকাল রাতের ঝোড়ো বৃষ্টিতে স্বস্তি পেয়েছে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজ সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে। এতে কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


আরও পড়ুনঃ


সিংহের প্রজনন বন্ধ করছে দক্ষিণ আফ্রিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


গত কয়েক দিন সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ ছিল। আবহাওয়াবিদেরা জানান, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে।

৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ।

news24bd.tv / নকিব