ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনার টিকা কিনবে ইরান

ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনার টিকা কিনবে ইরান

অনলাইন ডেস্ক

ইরাকে দেশের যে অর্থ আটকে রয়েছে তা দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে বলে জানিয়েছেন ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান।

ইরান সফররত ইরাকের বিদ্যুৎমন্ত্রী মাজিদ মাহদি হানতুশের সঙ্গে গতকাল (রোববার) বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান রেজা আরদাকানিয়ান।

তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি নির্দেশ দিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন অংশে ইরানের যে সমস্ত অর্থ আটকে রয়েছে তা দিয়ে করোনাভাইরাসের টিকা কিনতে হবে।  

মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেন, “ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পাদিত একটি চুক্তি অনুসারে ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে।

 এজন্য বাগদাদ ও মস্কোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই প্রথম চালানের অর্থ পরিশোধ করা যাবে। ” 


আরও পড়ুনঃ


সিংহের প্রজনন বন্ধ করছে দক্ষিণ আফ্রিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


ইরান থেকে গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করে থাকে ইরাক। এই খাতে ইরানের পাওনা হিসেবে ইরাকে কয়েকশ কোটি ডলার জমা হয়েছে।

কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ব্যবহার করতে পারছে না ইরান।  সেক্ষেত্রে করোনাভাইরাসের টিকা কেনার জন্য এই অর্থ ব্যবহার করা সহজ এবং লাভজনক হবে।

news24bd.tv / নকিব