শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন করেছে ক্রিকেটাররা

Other

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। প্রথম দিন উপস্থিত ছিলেন ছয় ক্রিকেটার। এদিকে প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ডাক পেয়ে নিজের স্বস্তির কথা জানিয়েছেন ইমরুল কায়েস।  

প্রায় একবছরের উপর টেস্ট দলের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ।

সাদা পোষাকে যার নামের পাশে ৪৯ ম্যাচ তাকে ছাড়াই শেষ ৫ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তাই দল যখন শ্রীলংকায় তখন শেরে বাংলায় তাদের বিপক্ষেই ওয়ানডে প্রস্তুতিতে তৎপর এই টাইগার অলরাউন্ডার।

আরও পড়ুন:


আন্ত জেলা ও নৌ পরিবহন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ঈদে পোশাক কারখানার ছুটি তিন দিনের বেশি নয়

মার্কেটে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চলবে: মন্ত্রিপরিষদ সচিব

আবারও বাড়বে লকডাউন, চলবে না দূরপাল্লার বাস


দুপুর ২টা নাগাদ মিরপুরে সবুজ গালিচায় রিয়াদের সাথে হাজির প্রাথমিক স্কোয়াডে থাকা মোসাদ্দেক, আফিফ, ইমরুল, নাঈম আর সৌম্য। অনুশীলনে সহযোগিতা করতে উপস্থিত দুই পেসার আল আমিন ও মেহেদী রানা।

মূল মাঠে মিনিট পনেরো হালকা ওয়ার্ম আপ। আর এরপরেই গন্তব্য ইনডোর। গোটা সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক, যুব দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের এবং ম্যানেজার সাব্বির খান।

প্রায় আড়াই বছর পর স্কোয়াডে ডাক পেয়েছেন ইমরুল কায়েস। বোর্ডের উপেক্ষিত বলুন কিংবা নিজের দোষ-ইমরুলই একমাত্র জাতীয় দলে যার আসা যাওয়া সবচেয়ে বেশি। তাইতো স্বস্তির নিঃশ্বাস এই ওপেনারের কণ্ঠে।

জাতীয় দলের বাইরে সময়টা খুব একটা ভালো যায় নি ইমরুলের। মিস করেছেন লাল সবুজ জার্সিকে। তবে এর মাঝেও ইমরুল খুজে ফিরেছেন ইতিবাচকতা।

ঈদের আগে মোট আটদিন অনুশীলন করবে ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। আর মূল অ্যাসাইনমেন্টটা এর দিন দশেক পরে ২৩ মে।

news24bd.tv / কামরুল