তৃণমূল ত্যাগী নেতাদের দলে ফেরা নিয়ে যা বললেন মমতা

তৃণমূল ত্যাগী নেতাদের দলে ফেরা নিয়ে যা বললেন মমতা

অনলাইন ডেস্ক

দল পাল্টানো নেতাদের নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করা মমতা আগামী বুধবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে মুখ খুললেন মমতা। তৃণমূল ছাড়া নেতারা ফিরতে চাইলে সকলকেই দলে স্বাগত জানাবেন বলে জানালেন তিনি।

সোমবার সকালে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বলেন তিনি।

নির্মাণ স্কুল ক্রিকেটের প্রবর্তক কে জেড ইসলাম না ফেরার দেশে

খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন: চিকিৎসক

হেফাজতের কেন্দ্রীয় নেতাসহ দুইজনের রিমান্ড

তৃণমূল ত্যাগী নেতাদের দলে ফেরা নিয়ে মমতা বললেন, ‘আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত। ’

নির্বাচনের আগেই দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে।

যাদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে ভোটে ফেল করে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর