পুড়ছে সুন্দরবন, এখনও নেভেনি আগুন

পুড়ছে সুন্দরবন, এখনও নেভেনি আগুন

অনলাইন ডেস্ক

এখনো নিয়ন্ত্রণে আসিনি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে লাগা আগুন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুনে পুড়ছে বন।

দ্বিতীয় দিনের মত মঙ্গলবার (৪ মে) সকালে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনে প্রবেশ করেছে। বনবিভাগের শতাধিক বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন।

এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ একর বন জুড়ে আগুন জ্বলছিল বলে জানিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন


কিম জং-উনের দেশের ব্যাপারে বিদ্বেষী নীতি চায় না যুক্তরাষ্ট্র: সুলিভান

শিবচর ট্র্যাজেডি: স্পিডবোট মালিক-চালকসহ চারজনের নামে মামলা

মুখ্যমন্ত্রী হিসেবে কাল শপথ নিচ্ছেন মমতা

সংসার ভাঙলো বিল গেটসের


সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের মত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা কাজ করছে।

ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক