ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেপ্তার আরও ৬ হেফাজত কর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেপ্তার আরও ৬ হেফাজত কর্মী

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ৬ জনসহ মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল ৪১৪ জনে। মঙ্গলবার (৪ মে) সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা ৫৬টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃতরা হেফাজতের কর্মী ও সমর্থক বলে দাবি পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার রহিছ উদ্দিনও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভশ্রীর

চিন্তা ভাবনায় অসৎ মানুষ সুযোগ পেলে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়

যেভাবে প্রেম ও বিয়ে হয়েছিল বিল গেটস-মেলিন্ডার

পুড়ছে সুন্দরবন, এখনও নেভেনি আগুন


সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।

এসকল মামলায় ৪১৪ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসাছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা।

news24bd.tv আহমেদ