আদালতে নেয়া হয়েছে মামুনুল হককে

আদালতে নেয়া হয়েছে মামুনুল হককে

নিজস্ব প্রতিবেদক

আদালতে নেয়া হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টার দিকে তাকে কঠোর নিরাপত্তায় ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়া হয়।

চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তাকে আরও ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সেই আবেদনের ওপর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন


জাম্বিয়ার সেনা কমান্ডারের সঙ্গে জেনারেল আজিজ আহমেদের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেপ্তার আরও ৬ হেফাজত কর্মী

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভশ্রীর

চিন্তা ভাবনায় অসৎ মানুষ সুযোগ পেলে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়


এর আগে মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় সাতদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিন দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চলতি বছরের ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক