মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় সোমবার (৩ মে) রাত ১১টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় চ্যানেল মিলেনিও টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, মেট্রোর ১২টি লাইনের ওভারপাসের অংশটি উপর থেকে ভেঙে নীচে রাস্তায় পড়ে যাচ্ছে।

টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ওই ভিডিওতে, জরুরী চিকিৎসা কর্মী এবং দমকল বাহিনীকে একত্রে মিলে উদ্ধার কাজে অংশ নিতে দেখা যায়।


পুড়ছে সুন্দরবন, এখনও নেভেনি আগুন

মমতার শপথ: কখন শুরু হবে, কারা থাকছেন অনুষ্ঠানে?

সংসার ভাঙলো বিল গেটসের

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির সুযোগ


মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শাইনবাউম বলেছেন, ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং একটি গাড়ি ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে।

মেক্সিকো শহরের মেয়র ক্রাউডিয়া শিনবাউম টুইটবার্তায় জানান, ফায়ার সার্ভিসের কর্মী ও জননিরাপত্তা কর্মীরা ওখানে কাজ করছে। অনেক হাসপাতালও সাহায্য করছে।

news24bd.tv নাজিম