পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা, নিহত ১১

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা, নিহত ১১

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গতকাল। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্যে যেখানে প্রয়োজন ছিলো ১৪৮টি আসনের, সেখানে তৃণমূল পেয়েছে ২১০টিরও বেশি আসন।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ রণক্ষেত্রে পরিণত হয়েছে।

গত দুই দিনে সেখানে সংঘর্ষে ১১ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটেছে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও।

বিজেপি জানিয়েছে, তাদের ছয়জন কর্মী তৃণমূলের আক্রমণে মারা গেছে।

অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের চারজন কর্মী মারা গেছেন বিজেপির আক্রমণে।

উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় নিহত হয়েছেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) এক কর্মী।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

ম্যাচের আগে মেসির বাসায় সতীর্থদের পার্টি

সিংহের প্রজনন বন্ধ করছে দক্ষিণ আফ্রিকা

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?


মঙ্গলবার (৪ এপ্রিল) পরিস্থিতি সরেজমিনে দেখতে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রতাপ নাড্ডা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার কাছে আবেদন জানিয়েছেন, সবাইকে সংযত থাকার জন্য।

news24bd.tv / নকিব