মার্কিন সৈন্য প্রত্যাহারের পরপরই তালেবানদের ওপর হামলা, নিহত ৬২

মার্কিন সৈন্য প্রত্যাহারের পরপরই তালেবানদের ওপর হামলা, নিহত ৬২

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন বাহিনীর কাছ থেকে সেনাঘাঁটিগুলোর দখল পাওয়ার পরপরই তালেবানদের বিরুদ্ধে অভিযানে নেমেছে আফগান সেনাবাহিনী। এসব অভিযানে এখন পর্যন্ত ৬২ তালেবান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজ মঙ্গলবার (৪ মে) তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এক বিবৃতিতে আফগান সরকার জানিয়েছে, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি মার্কিনীদের থেকে বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬২ তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছেন সরকারি বাহিনীরও ৪০ জন সদস্য।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ!

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গুলি করে মারার প্রকাশ্য হুমকি (ভিডিও)


এ প্রসঙ্গে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব সফল অভিযান চালিয়েছে।

গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে ৬২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।

news24bd.tv / নকিব