ভোটে হেরে পায়েল বললেন, এটা আমার শেষ নয়, শুরু

ভোটে হেরে পায়েল বললেন, এটা আমার শেষ নয়, শুরু

অনলাইন ডেস্ক

বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। ২৫ ফেব্রুয়ারি বিজেপির পতাকা হাতে তুলেছেন তিনি। ভোটের টিকিট পেয়েছেন বেহালা পূর্ব কেন্দ্র থেকে। কিন্তু জয়ী হতে পারেননি।

প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী রত্না ব্যানার্জির কাছে ৩৭ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন পায়েল। ফলাফল ঘোষণা পর জনগণের রায় মেনে নিয়েছেন পায়েল। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি ও তার দলকে।

টুইটে পায়েল লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেস আর দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করার জন্য শুভেচ্ছা।

গত কয়েক মাস বেহালা পূর্বের মানুষ আমায় যতটা ভালোবাসা দিয়েছেন আমার মনে থাকবে। এই নির্বাচনে তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। এটা আমার শেষ নয়, শুরু। আমি এই পথেই এগিয়ে যাব। ’

নরেন্দ মোদির দলে যোগদানের পর পায়েল ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনো সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমাকে আকর্ষণ করেছে। ’

news24bd.tv তৌহিদ