চলন্ত রিক্সা থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে প্রাণ গেল নারীর

চলন্ত রিক্সা থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক

রাজধানীর মতিঝিলে ছিনতাইকারীর কবলে চলন্ত রিক্সা থেকে ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় নিচে পড়ে সুনিতা রানি  দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।

বুধবার (৫ মে) সকাল ছয়টায় সকাল ছয়টায় বিআরটিসি বাস ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাজু দাস জানান, সকালে ঋষিপাড়ার বাসা থেকে মা ও তার এক ভাগ্নে সঞ্জিত দাস সহ রিক্সাযোগে কাজে যাচ্ছিলেন পথে বাস ডিপো এলাকায় প্রাইভেটকার যোগে ছিনতাইকারীরা চলন্ত রিক্সায় তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিক্সা থেকে পড়ে গুরুতর আহত হন।

তবে ভাগ্নের কিছুই হয়নি। শুধু মা রিকশা থেকে পড়ে গিয়েছিল।

 

লঞ্চ-ট্রেন ও দূরপাল্লার বাস বন্ধ, প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর: ফখরুল

সুন্দরবনে ফের আগুন

 

পরে স্থানীয়রা ও ভাগ্নেসহ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে অন্য আর একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলে রাজু দাস আরো বলেন, তার আম্মা বৌদ্ধ মন্দিরে দুই বছর যাবত ৮০০ টাকা রোজ হিসেবে পরিচ্ছন্ন থেকে শুরু করে রান্নাবান্নার কাজ করতেন। কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ললিন বাজার গ্রামের সুজন দাসের স্ত্রী। তার বাবার নাম গোপেন্দ্র দাস।

news24bd.tv তৌহিদ