ঝিনাইদহে ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Other

ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ৭ হাজার হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যাসামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি।

এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল আলু তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন ও সদর থানার ওসি মিজানুর রহমান। করোনাকালে খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন ও হতদরিদ্ররা পরিবারগুলো।

সিআইপি মিজানুর রহমান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ করোনাকালিন সময়ে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই নির্দেশনা অনুযায়ী প্রথমে একসাথে ৫হাজার পরিবারের মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ শুরু করি।  

পরে আরও ২ হাজার বাড়িয়ে ৭ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন সারা রমজান মাস তার এ উপহার সামগ্রী বিতরণ কাজ ব্যাহত থাকবে।