১৭ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আলমগীর

১৭ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আলমগীর

অনলাইন ডেস্ক

চিকিৎসা শেষে ১৭ দিন পর সুস্থ হয়ে আজ বুধবার বিকেলে বাড়ি ফিলেন অভিনেতা আলমগীর। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৭ এপ্রিল কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান-মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর, তাসবির আহমেদসহ মোট ১২ জন।

আরও পড়ুন:


হাসপাতালে আগুনের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

একটা দল ঢাকায় বসে শুধু লিপ সার্ভিস দিচ্ছে আর ষড়যন্ত্র করছে: কাদের

এবার ধান-চাল ক্রয়ে সুষ্ঠু দাম নির্ধারণ করা হয়েছে: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ


আলমগীরের করোনার সংক্রমণ প্রসঙ্গে রুনা লায়লা জানান, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আগের দিন থেকে আলমগীর তাঁর খুসখুসে কাশির কথা বলছিলেন। তাই দুজনেই তাঁদের মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাড়িতে করোনার পরীক্ষা করান।

১৮ এপ্রিল সকালে রিপোর্ট হাতে পেলে জানতে পারেন, আলমগীর করোনা পজিটিভ, রুনা লায়লা করোনা নেগেটিভ। ওই দিন বিকেলেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

  

news24bd.tv / কামরুল