যশোরে উন্নত জাতের ক্যাপসিকামের চারা উৎপাদন

Other

যশোরে বায়োটেকনলজি ল্যাবরেটরিতে উদ্ভাবিত টিস্যু কালচারের মাধ্যমে উন্নত ক্যাপসিকামের চারা উৎপাদনের জন্য গবেষণা চলছে। সংশ্লিষ্টদের দাবি, এই চারা ভাইরাস ও অন্য রোগজীবাণু মুক্ত হয়। ফলনও হবে কয়েক গুণ বেশি। এই চারা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে স্বল্প খরচে ক্যাপসিকাম চাষ করে লাভবান হতে পারবে তারা।

 

ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বেই একটি জনপ্রিয় সবজি। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়া ক্যাপসিকাম বিদেশে রপ্তানীর সম্ভাবনাও  রয়েছে। তবে এ সবজি  চাষে চারা সংকটের কারণে বানিজ্যিকভাবে উৎপাদন করতে পারছে না কৃষকরা।

আরও পড়ুন:


হাসপাতালে আগুনের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

একটা দল ঢাকায় বসে শুধু লিপ সার্ভিস দিচ্ছে আর ষড়যন্ত্র করছে: কাদের

এবার ধান-চাল ক্রয়ে সুষ্ঠু দাম নির্ধারণ করা হয়েছে: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ


এ সংকট নিরসনে নতুন দিগন্তের পথ দেখাচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। রামনগরে গ্রিন বায়োটেক টিস্যু কালচার ল্যাবরেটরতে উন্নত ক্যাপসিকাম চারা উৎপাদনের গবেষণা করছে গবেষকরা।

বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশ থেকে ক্যাপসিকাম বীজ বা চারা ক্রয় করে চাষ করছেন কৃষকরা। এ কারণে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে  দেখছেন   তারা।  

কৃষকদের মাঝে ক্যাপসিকামের বীজ ছড়িয়ে দিতে পারলে বানিজ্যিকভাবে এই সবজি চাষ করে আর্থিক ভাবে লাভবান হবে কৃষকরা এমনটাই মনে করেন সংশ্লিস্টরা। ‘

news24bd.tv / কামরুল