বিপাকে তাঁতি ও ব্যবসায়ীরা

ঈদ ঘনিয়ে এলেও ক্রেতাশূন্য তাঁতের শাড়ির পাইকারি বাজারে

Other

ঈদের আগে শেষ হাটেও টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাইকারী হাটে দেখা নেই ক্রেতাদের। ফলে, বিপাকে জেলার তাঁতী ও ব্যবসায়ীরা। গেল বছরের লকডাউনের লোকসান কাটিয়ে উঠতে না উঠতেই আবারও লকডাউন মরার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। নতুন করে উৎপাদনে ফেরা নিয়ে শংকা প্রকাশ করছেন তাঁতীরা।

 

দোকানে দোকানে থরে থরে সাজানো নতুন নতুন ডিজাইনের শাড়ি। প্রতি বছর ঈদের আগে হাটে তাঁতী ও ব্যাবসায়ীদের দম ফেলার সুযোগ না থাকলেও, গেল দুই বছরের চিত্র ব্যাতিক্রম। লকডাউনে সারা দেশে শপিংমলগুলো খোলা, তবে গণপরিবহন বন্ধ থাকায় দূরের পাইকারী ক্রেতারা আসতে পারছেন না হাটে। ফলে বিক্রি হচ্ছে না শাড়ি।

গেল বছরের লোকসান কাটাতে এবার ঈদের আগে তাঁতীরা উৎপাদনে ফিরেছিলেন। কিন্তু অবস্থা একই হওয়ায় আবারও লোকসানে তারা।
করটিয়া হাট ব্যাবসায়ী সমিতি বলছে, তাঁতীদের অবস্থার উন্নতির জন্য দরকার সরকারি সহায়তা।

করটিয়া শাড়ির হাটে প্রায় পাঁচ হাজার শাড়ির দোকান। স্বাভাবিক সময়ে প্রতি হাটে ৫ থেকে ৭শ কোটি টাকা পর্যন্ত শাড়ি বিক্রি হয় এই হাটে।

news24bd.tv / কামরুল