করোনায় দু’বছর ধরে ব্যবসায় মন্দা

রাজশাহীর সিল্ক পল্লীতে এবার নেই ঈদের আমেজ

Other

উৎসব-পার্বনে রাজশাহী সিল্কের চাহিদা ছিল আকাশচুম্বি। করোনায় গেল দু’বছর ধরে ব্যবসায় মন্দা। ক্রেতা নেই আগের মতো। বন্ধ হয়ে গেছে বহু কারখানা।

যারা টিকে আছেন, তাদের লোকসানের পাল্লা ভারি হচ্ছে প্রতিদিনই। তারপরও রেশমের সোনালী দিনের প্রত্যাশায় আছেন সবাই।  

ঈদ উৎসবে রাজশাহী সিল্কের চাহিদা ছিল আকাশচুম্বী। এখন ঐতিহ্য বজায় থাকলেও ধুঁকছে রেশম শিল্পখাত।

কয়েকটা উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান লোকসান গুণেই ধ্বংসপ্রায়। আগে ঈদ আসলে সারাবছরের ব্যবসা হয়ে যেতো। করোনাকালে কমেছে বিকিকিনি।

রাজশাহীর সিল্ক পল্লীতে এবার নেই ঈদের আমেজ। সারাবছরই এখানে রেশমের পোশাক তৈরি হলেও করোনার কারণে তাতে ভাটা পড়েছে। গতবারও লকডাউনের কারণে বেচাবিক্রি হয়নি। এবারো একই অবস্থা। লোকসানের পাল্লা ভারি হচ্ছে।

বৈশাখ আর ঈদকে ঘিরে বেচাকেনা জমে। কিন্তু করোনায় দু’বছরে বেচাকেনা তো দূরের কথা, অধিকাংশ তাঁত বন্ধ হয়ে গেছে লোকসান টানতে গিয়ে। এখন ঘুরে দাঁড়ানোটায় বড় চ্যালেঞ্জ।

রেশম ব্যবসায়ীরা বলছেন, গত দু’বছরে সিল্ক খাতের লোকসান ছাড়িয়েছে তিন’শ কোটি টাকা। লিয়াকত আলী, সভাপতি, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি শিগগিরই নতুন দিনে, নতুন কিরণে করোনাকাল কাটিয়ে রেশম ফিরবে তার গৌরবে, ক্রেতার পদচারণায় মুখর হবে সিল্ক পল্লী-এমন প্রত্যাশা সবার।

news24bd.tv / কামরুল