ভারতে আবারও রেকর্ড পরিমাণ মৃত্যু

ভারতে আবারও রেকর্ড পরিমাণ মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব চলছেই। করোনা সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গতকাল মঙ্গলবার ১ মে’র পর ছিলো সর্বোচ্চ মৃত্যু।

আজ সেটি টপকে আবারও মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৮২ জন মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন। যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু।

এ ছাড়া দেশটিতে নতুন করে বিশ্বের সর্বোচ্চ ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। আর এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ১৫১ জনের।

আরও পড়ুন


রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

ফেসবুক: রচনা ও পাঠ

বান্দরবানে মিয়ানমারের আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার

যে দিন পৃথিবীতে আছড়ে পড়তে পারে চীনের অনিয়ন্ত্রিত রকেট


এ তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে একদিনে রেকর্ড ৯২০ জন মারা গেছে। ৭ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। রাজধানী দিল্লিতেও দিনে ৪শ’র বেশি মৃত্যু হয়েছে। আর শনাক্ত ১৮ হাজারের বেশি।

এরইমাঝে কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সরবরাহ বিলম্বের কারণ দর্শানোর নোটিশ দিলেন নয়াদিল্লি হাইকোর্ট। দেশটির মোট সংক্রমণের প্রায় ৮০ ভাগই ঘটছে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায়। ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে দু’লাখ ৩০ হাজার।

news24bd.tv আহমেদ