চীনের উইঘুর ব্রাদার্সের সাথে সংহতি জানিয়ে ঢাকায় দোপা দিবস পালন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

চীনের জিনজিয়াংয়ের মুসলিম উইঘুরদের সঙ্গে সংহতি জানিয়ে ৫ মে বুধবার ‘উইঘুর দোপা দিবস’ পালন করেছে ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ।

ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশের ব্যানারে বিভিন্ন ইসলামী দল থেকে আলেম-উলামারা এতে অংশ নেন। দোপা একটি ঐতিহ্যবাহী টুপি, যা উইঘুররা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য পালন এবং রক্ষার জন্য পরিধান করে।

‘উইঘুর দোপা দিবস’ উপলক্ষে বক্তারা বলেন, আমরা আমাদের সব উইঘুর ভাই-বোনের কাছে এই বার্তা দিতে চাই যে বাংলাদেশের মুসলিম ভাই-বোনরা আপনাদের পাশে রয়েছে।

এ সময় বক্তারা চীনা কমিউনিস্ট পার্টিকে উইঘুর গণহত্যা বন্ধ করার এবং বন্দিশিবির থেকে উইঘুরদের মুক্ত করার আহ্বান জানান।

আরও পড়ুন


খালেদা জিয়ার আবেদন যাচাই বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

ইসলামে ‘মানবিক বিয়ে’ বলে কিছু নেই: ১২০০ আলেমদের বিবৃতি

লিবিয়ায় মাফিয়ার হাতে বন্দী মাদারীপুরের ২৪ যুবক, ভিডিও পাঠিয়ে টাকা দাবি

খালেদা জিয়ার আবেদন রাতেই পাঠানো হয়েছে আইন সচিবের কাছে


ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উইঘুরদের সাংস্কৃতিক উৎসব ডোপা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভায় এই আহ্বান জানান দলটির নেতারা।

চীনা পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তারা বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আগামী ২০২২ সালে অনুষ্ঠিতব্য বেইজিং অলিম্পিক বয়কটের দাবির পাশাপাশি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর