টিকার মেধাস্বত্ত্ব ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ওষুধ কোম্পানিগুলো

টিকার মেধাস্বত্ত্ব ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ওষুধ কোম্পানিগুলো

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজ দলের সংসদ সদস্য ও শতাধিক দেশের চাপের মুখে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত নেন।

এই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ হয়েছে ওষুধ কোম্পানিগুলো। তবে এই সিদ্ধান্ত নিজের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিলো।

বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে মেধাস্বত্ত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব দেয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু এতে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে উল্লেখ করে বিরোধিতা করে ওষুধ কোম্পানিগুলো।

যদিও এখনই কার্যকর হচ্ছে না এই উদ্যোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ডব্লিওটিও সদস্য দেশগুলোর সময়ের প্রয়োজন হবে।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে, মৃত্যু এক-চতুর্থাংশ


অন্যদিকে মার্কিন এই সিদ্ধান্তের পর মার্কেটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নাসহ করোনা টিকার প্রস্তুতকারক কোম্পানিগুলোর শেয়ারে দরপতন হয়েছে।

উল্লেখ্য, করোনা টিকার উপর থেকে মেধাস্বত্ত্ব ছাড় দেয়ার দাবিতে গত ছয় মাস ধরে সোচ্চার বহু দেশ। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকা এই দাবি তোলার পর তা জোরালো আকার ধারণ করে।

news24bd.tv / নকিব