'ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট উধাও'

'ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট উধাও'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেছেন, তার ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কিছু পোস্ট ‘উধাও’ করে দেওয়া হয়েছে।

লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের পাসপোর্ট জমা দেওয়া নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার প্রতিমন্ত্রীর এমন অভিযোগ এলো।

সকালে ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমার ফেসবুকের উপর অনেক অত্যাচার হয়েছে সারারাত। হ্যাকিং।

পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে। ”

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসে শাহরিয়ার আলম যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার একটি নথি সাংবাদিকদের দেখান।

প্রতিমন্ত্রী বলেন, তার হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আর বাংলাদেশের নাগরিক নন।

তারেকের পাসপোর্ট এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠির কপি পরে নিজের ফেইসবুকেও প্রকাশ করেন শাহরিয়ার আলম। কিন্তু তিনি হ্যাকিংয়ের অভিযোগ করার পর সকালে সেসব পোস্ট আর দেখা যাচ্ছে না।

 প্রতিমন্ত্রী বলেন, তারা চেষ্টা করেছিল হ্যাক করার জন্য, পারে নাই। তবে ছবিগুলো ডাউন করে দিয়েছে।

‘উধাও’ হওয়া ছবিগুলো আবার ফেইসবুকে পোস্ট করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এগুলা অলরেডি প্রতিষ্ঠিত। মূল মিডিয়াতেই কথা বলেছি।

সোমবার ওই সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলম বলেন, পাসপোর্ট ফেরত দিয়ে তারেক তার নাগরিকত্বই ত্যাগ করেছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর