সুনামগঞ্জে ৫০০ জনকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

সুনামগঞ্জে ৫০০ জনকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

Other

সুনামগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত ৫০০ জন তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন খাদ্য সামগ্রী ও নগদ সহায়তা দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেক তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীকে ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

উপহারসামগ্রী বিতরণ করেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজন কুমার সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরেরর উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ইতোপূর্বে সুনামগঞ্জের নানা শ্রেণি-পেশার কর্মহীন দুই হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ