মাথা শুধু চুলের স্টাইল করার জন্য বিধাতা দেয়নি

মাথা শুধু চুলের স্টাইল করার জন্য বিধাতা দেয়নি

Other

ঈদে বাড়ি ফেরার অনুভূতির সঙ্গে অন্য কোনো অনুভূতির তুলনা হয় না। বাড়ি ফেরা মানে কোনো একটা ঘরে ফেরা নয়। নয় শুধু পরিচিত রাস্তায় ফেরা, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা। ঈদে বাড়ি ফেরা মানে স্মৃতির কাছে ফেরা, শৈশবে ফেরা, নিজের কাছেই ফেরা।

যাদের বাবা- মা নেই, তাদের কবর জিয়ারত করা । এটা একটা অন্যরকম বিষয়। আমরা হয়তো এই অনুভূতিকে প্রকাশ করতে পারি না, লিখে বুঝাতে পারি না। কেবল ভেতরে ভেতরে আমাদের তাগিদ তৈরি হয়, আমরা বাড়ি ফিরি আবার কাজের টানে ঢাকা ফিরি।
 

এবারও সবার মনে একই তাগিদ তৈরি হতে পারে। কিন্তু এবার আর অন্যবার এক নয়। এখন দেশে মহামারি চলছে, করোনা ভাইরাসের কারণে। মাত্র কিছু দিন আগেও হাসপাতালে জায়গা ছিলো না। সেই পরিস্থিতি ঠিকঠাক করতে এবং আরো অনেক মানুষের সম্ভাব্য জীবনহানী ঠেকাতে দেশে লকডাউন দিতে হলো। তাতে সিপিডির হিসাবে কোটিরও বেশি মানুষ নতুন করে গরীব হয়ে গেছে।  

এখন ভেবে দেখুন, করোনা ভাইরাস আরো ছড়ানো মানে, আরো নতুন গরীব তৈরী হওয়ার ঝুঁকি তৈরি হওয়া। এটাতো দেশের ক্ষতি, কোভিডের চিকিৎসা করাতে কতো খরচ হবে, নিজেকে কী পরিমাণ কষ্টের ভেতর দিয়ে যেতে হবে, এসব বিষয় তো আছেই ।  

তাহলে ঈদে বাড়ি ফেরা গুরুত্বপূর্ণ নাকি এবার সংযম করে, করোনা মুক্ত আনন্দের ঈদ করা গুরুত্বপূর্ণ? 
বিবেক আমার আপনার, কিন্তু এই বিবেকের সিদ্ধান্তের ফলাফল পায় দেশ।  

ভাবুন, মাথা শুধু চুলের স্টাইল করার জন্য বিধাতা দেয়নি, দিয়েছে কিছুটা চিন্তা করার জন্যেও।  

আনোয়ার সাদী, সিনিয়র নিউজ এডিটর, নিউজটোয়েন্টিফোর।

news24bd.tv/আলী