যে কারনে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে পার্লামেন্টে এমপি

যে কারনে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে পার্লামেন্টে এমপি

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ার এক নারী এমপি সম্প্রতি পার্লামেন্টে মোটরসাইকেলের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। যা তুমুল আলোচনা হয় স্যোশাল মিডিয়ায়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, পার্লামেন্টে যাতে প্রবেশ করা যায় সেজন্য আবির মুসি নামে ওই এমপি এসব সুরক্ষা সরঞ্জাম পরেছেন। তিউনিশিয়ার সেক্যুলার দল ফ্রি ডেস্টোরিয়ান দলের সদস্য তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট জাইন আল আবেদিনের কট্টর সমর্থক আবির মুসি। ২০১১ সালে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল জাইন আল আবেদিনকে।

জানা গেছে, দেশটির পার্লামেন্ট স্পিকার সব দলের এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী বাদ দেওয়ার নির্দেশ দিলে মঙ্গলবার আবির মুসি নামের ওই নারী এই কাণ্ড ঘটান।  

পার্লামেন্টের স্পিকার সব এমপিদের নিরাপত্তা প্রহরী বাতিল ঘোষণা করেছেন।

এর প্রতিবাদ জানাতে ও সবার নজড় নিজের দিকে নিতেই এমনটি করেছেন আবির মুসি।

news24bd.tv/আলী