কোভিড সার্টিফিকেট জাল, ধ্যাত তাও কি হয় নাকি!

শওগাত আলী সাগর

কোভিড সার্টিফিকেট জাল, ধ্যাত তাও কি হয় নাকি!

Other

যে কোনো দেশে ভ্রমণেই এখন কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়। এই সার্টিফিকেট কি জাল হয়? কেউ কি ভুয়া সার্টিফিকেট দিয়ে ভ্রমণ করে! টরন্টোর পিয়ারসন  ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুজন ধরা না পরলে মনে হতো- ধ্যাত, তাও কি হয় নাকি!

ডমিনিকান রিপাবলিক থেকে বিমানে টরন্টো নেমে তিনি কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখান। এখানকার অফিসারদের সন্দেহ হলে সার্টিফিকেটটি যাচাই বাছাই শুরু করেন। দেখা যায় কভিড-১৯ টেস্টের ফলাফলটি পাল্টে দেয়া হয়েছে।

তাকে ২ হাজার ৫শত ডলার জরিমানা করা হয়। সেটি ছিলো ফেব্রুয়ারির ঘটনা।  

এপ্রিলে আরেকজন ধরা পরেন একই রকমভাবে ফলাফল পাল্টে দিয়ে। তিনি এসেছিলেন নিউইয়র্ক থেকে।

তাকে জরিমানা করা হয় ৬ হাজার ৫০০ ডলার।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি অবশ্য এখন বলছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০ জনকে ধরেছে যারা কোভিডের টেস্টের ফলাফল পাল্টে কানাডায় এসেছেন। এদের ৫ হাজার, ৭ হাজার, ১০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।  

প্রতারণা করে যারা ভ্রমণ করেছে তাদের মধ্যে যারা ধরা পরেছে তাদের ব্যাপারে না হয় আমরা জানতে পারলাম। কিন্তু এর বাইরে কি আর ছিলো না? 


খালেদা জিয়াকে যে দেশে নেওয়ার প্রস্তুতি

জাতীয় অধ্যাপক হলেন তিন বিশিষ্ট শিক্ষাবিদ

যে কারণে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে পার্লামেন্টে এমপি


যারা সত্যি সত্যি কোভিড পজিটিভ, অথচ ভুয়া ডকুমেন্ট দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছে, বা করেছে। কোভিড ভাইরা, ভ্যারিয়েন্ট এরাই কি নানা দেশে ছড়িয়ে দেয়নি!

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

news24bd.tv নাজিম