রাশিয়ায় এক ডোজের স্পুটনিক টিকার অনুমোদন

রাশিয়ায় এক ডোজের স্পুটনিক টিকার অনুমোদন

অনলাইন ডেস্ক

করোনা মহামারি প্রতিরোধে স্পুটনিক-ভি টিকার আরেকটি সংস্করণ আনল রাশিয়া। মস্কো বলছে, আর দু’বার নয়। স্পুটনিক ভি-র একটি ডোজই কার্যকর হবে করোনা রুখতে। তবে স্পুটনিকের দু’টি ডোজ এবং একটি ডোজের কার্যকারিতার ফারাক কিছুটা থাকবে বলেও রাশিয়ার তরফে জানানো হয়েছে।

  বার্তা সংস্থা এএফপি বলছে, বৃহস্পতিবার টিকাটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই অনুমোদন পাওয়ার কথা জানিয়েছে।  

এদিকে, ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, টিকাটির অর্থায়নকারী প্রতিষ্ঠান দ্য রাশিয়ান ডিরেক্ট ডেভেলপমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, স্পুটনিক ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক মাত্র ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ। রাশিয়ার তৈরি ওই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত।

তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক ভি-কে অবশ্য অনুমোদন দেয়নি।


জুমাতুল বিদাকে ‘আল-কুদস দিবস’ বলা হয় কেন?

মধ্যরাতে হেফাজতের নেতা শাহীনুর পাশা গ্রেপ্তার

পবিত্র জুমাতুল বিদা আজ

কোভিড সার্টিফিকেট জাল, ধ্যাত তাও কি হয় নাকি!


আরডিআইএফ-এর ওই বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুটনিকের একটি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুটনিকের প্রথম ডোজ নিয়েছেন।

news24bd.tv নাজিম