অভিবাসীদের পাশে দাঁড়াচ্ছেন সানি লিওন

অভিবাসীদের পাশে দাঁড়াচ্ছেন সানি লিওন

অনলাইন ডেস্ক

করোনায় বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার। এই সময়ে মানবতার সেবায় এগিয়ে আসছেন ক্রীড়াজগত থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা।

এরই মাঝে সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানসহ অনেকেই নানা উদ্যোগ নিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন করোনা মহামারি মোকাবিলা করতে।

news24bd.tv

এবার তাদের কাতারে সামিল হলেন বলিউড তারকা সানি লিওন। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওন যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা (নিরামিষ খাবার) দিচ্ছেন।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে, মৃত্যু এক-চতুর্থাংশ


করোনা মহামারিতে ভারতে অভিবাসী কর্মীরা পড়েছেন বিপাকে। কমে গেছে তাদের আয়।

খাদ্য সঙ্কটেও ভুগছেন তারা। না পারছেন দেশে ফিরতে, না পারছেন নিজেদের থাকার খরচ সামলাতে। ফলে সানি লিওনের এই প্রচেষ্টা এই দুঃসময়ে তাদের জন্য একটু হলেও স্বস্তি দেবে।

news24bd.tv / নকিব