বরগুনায় কয়েকগুণ বেশি দামে তরমুজ বিক্রি, ক্ষুব্ধ ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

মৌসুমের শেষে এসেও বরগুনার বাজারে তরমুজ বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, রমজানে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় সিন্ডিকেট করছেন। খুচরা বিক্রেতারা এর জন্য আড়তদারদের দায়ী করেছেন। তবে বাম্পার ফলনের কারণে গেল বারের চেয়ে এবার কিছুটা বেশি লাভ করেছেন প্রান্তিক চাষি।

যে তরমুজ রোজার ঠিক আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে দেড়শ টাকায়, বরগুনার বাজারে সেটার দাম এখন চারশ থেকে পাঁচশ টাকা। অথচ আড়তে পণ্যের অভাব নেই। কেন এই মূল্য বৃদ্ধি তার সঠিক হিসেব নেই। তবে ক্রেতারা ক্ষুব্ধ।

এভাবে চললে সাধ্যের বাইরে চলে যাবে বলেও অভিযোগ আছে।

কৃষকের ক্ষেত থেকে তরমুজ কেনে স্থানীয় পাইকাররা। তাদের একটি লভ্যাংশ রেখে বিক্রি হয় আড়তে। পরে বড় আড়তদাররা দাম নির্ধারণ করে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের।


ছাদে মিলল মাদ্রসাছাত্রীর গলাকাটা মরদেহ

রাশিয়ায় এক ডোজের স্পুটনিক টিকার অনুমোদন

জুমাতুল বিদাকে ‘আল-কুদস দিবস’ বলা হয় কেন?

মধ্যরাতে হেফাজতের নেতা শাহীনুর পাশা গ্রেপ্তার


তবে এবার বেশ ভালো ফলন হয়েছে তরমুজের। তাই আগের চেয়ে লাভও বেড়েছে। এজন্য খুশি কৃষক।

বরগুনার জেলা প্রশাসক অবশ্য দাবি করেছেন, দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কাজে করছে। সচেতন নাগরিকদের দাবি মধ্যসত্ত্বভোগীদের বেশি লাভের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক।

news24bd.tv নাজিম