বিল পরিশোধ করতে না পারায় মৃতদেহ রাস্তায়, ডাক্তার গ্রেপ্তার

বিল পরিশোধ করতে না পারায় মৃতদেহ রাস্তায়, ডাক্তার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় করোনাভাইরাসে মৃত রোগীর দেহ হাসপাতালের বেড থেকে রাস্তায় ফেলে দিলেন এক চিকিৎসক। গুজরাটের সুরাটের বামরোলি এলাকার প্রিয়া জেনারেল হাসপাতালে বুধবার এই ঘটনা ঘটে।

জিতেন্দ্র প্যাটেল নামে ওই ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিই মরদেহটি রাস্তায় ফেলে দিয়ে আসার নির্দেশ দেন বলে অভিযোগ।

তিনি একই সাথে হাসপাতালটির মালিকও। করোনা বিধি লঙ্ঘনের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব: হুথি নেতা

শত বছরের পুরনো বিয়ের রীতি ভাঙলেন ‘হার্ডকোর ফেমিনিস্ট’ যুবক


পুলিশ জানায়, জিতেন্দ্র করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ভগবান নায়েকের মৃতদেহ রাস্তায় ফেলে দেন।

গত ৩ মে এ ঘটনা ঘটে। মৃতের পরিবার ৫০ হাজার রুপি দিতে ব্যর্থ হওয়ার পর জিতেন্দ্র এমন কাণ্ড ঘটান।

গত ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভগবান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

news24bd.tv / নকিব