এই সপ্তাহের মধ্যেই পৃথিবীতে পড়তে পারে চীনা রকেটের ধ্বংসাবশেষ

এই সপ্তাহের মধ্যেই পৃথিবীতে পড়তে পারে চীনা রকেটের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক

এই সপ্তাহের মধ্যে পৃথিবীতে পড়তে পারে চীনা রকেটের ধ্বংসাবশেষ, এমনটিই জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। তবে ঠিক কখন পৃথিবীর কোন অংশে রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়বে সেটা এখনো বলা যাচ্ছে না।

বিজ্ঞানীরা বলেছেন, রকেটটি মে মাসের ১০ তারিখে অথবা এর দুই দিন আগে বা পরে পৃথিবীতে এসে পড়তে পারে।

তবে ধ্বংসাবশেষটি জনাকীর্ণ এলাকায় পড়বে না বলে আশা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন বলেন, ‘আমরা আশা করছি এটি এমন এক জায়গায় পড়বে, যেখানে মানুষ থাকবে না।

কারো ক্ষতি হবে না। মহাসাগর কিংবা এমন কোনো স্থান হতে পারে। ’

চীনের সমালোচনা করে তিনি বলেন, ‘যে বিষয় আমরা পরিচালনা করতে পারব না, সেটি সম্পর্কে আগে থেকেই সবার সতর্ক হওয়া উচিত। ’


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

মিষ্টি বিতরণে পুলিশের বাঁধা, ২০ কেজি রসগোল্লা জব্দ

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব: হুথি নেতা

শত বছরের পুরনো বিয়ের রীতি ভাঙলেন ‘হার্ডকোর ফেমিনিস্ট’ যুবক


এদিকে চীনের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ক্ষতি কমাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

উল্লেখ্য, ২৯ এপ্রিল চীনের নতুন স্পেস স্টেশনটির একটি মডিউল কক্ষপথে বহন করতে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক