অক্সিজেনের জন্য কত কত মানুষের আহাজারি, কত মৃত্যু!

অক্সিজেনের জন্য কত কত মানুষের আহাজারি, কত মৃত্যু!

Other

আমরা সবাই কম-বেশি গাছকে ভালোবাসি। আর অক্সিজেন যে মানুষের জন্য কত দরকারি তা কোভিড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একটু অক্সিজেনের জন্য কত কত মানুষের আহাজারি, কত মৃত্যু!!  আমরা সবই জানি কিন্তু তারপরও ভুলে যাই।  

অনেক বছর আগে যখন সিঙাপুর গিয়েছিলাম তখন সেখানে দেখেছি, এত ছোট্ট একটা দেশ অথচ কতই না উন্নত, ছোট দেশ বলে সেখানে কেউ পারসোনাল সিঙেল বাড়ি বানাতে পারে না, সেখানের সরকার বিশাল বিশাল বিল্ডিং বানায় জনগণের থাকার জন্য।

 

সে দেশের একটা বড় অংশ সেখানের জংগল, কিন্তু তারা সেখানে হাত দেয় না। প্রকৃতিকে কেটে তারা অবকাঠামো গড়ে তোলে নি। প্রকৃতিকে তারা প্রকৃতিই রেখেছে আর বাকি অংশে বসতি, উন্নতি সবকিছু।  

বেশ কয়েকটা বড় বড় ঘুর্ণিঝড়ের কাছ থেকে সুন্দরবনের গাছপালা আমাদের বাঁচিয়ে দিয়েছিল।

আমরা তারপরও ভুলে যাই, গাছ কেটে অবকাঠামো গড়ে তুলি, কিন্তু যদি কাঠামোটাই না থাকে, তখন?? সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্তোরাঁ আর গাড়ি পার্কিং এর জায়গা তৈরি করা কি এতটাই উন্নতি দেশের জন্য !!!  আমি জানি না, আমার এত জ্ঞান কোথায়? 

এখন খারাপ লাগছে কয়দিন পর সবার মতো আমিও ভুলে যাব। একসময় হয়তো নিজের সন্তানকে দেখিয়ে বলব--এইখানে এক সময় পার্ক ছিল, অনেক বড় গাছ ছিল, পাখির ডাকা-ডাকি ছিল !!

news24bd.tv / কামরুল