জেরুজালেমে আল-আকসা মসজিদে সংঘর্ষ, আহত ১৮৪

জেরুজালেমে আল-আকসা মসজিদে সংঘর্ষ, আহত ১৮৪

অনলাইন ডেস্ক

জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ চত্বর ও এর আশে-পাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার ( ৭ মে) সংঘর্ষের ঘটনাটি ঘটে।  

এতে অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি ও ছয় ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি সেবা বিভাগ ও ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি পুলিশের রাবার বুলেটে বিদ্ধ অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানানয়, শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনী আল আকসা মসজিদে জড়ো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মসজিদের বাইরে জেরুজালেমে ফিলিস্তিনীদের উচ্ছেদ করে সম্প্রতি সেখানে ইহুদীদের বসতি স্থাপন করার বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।


মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা এখনও সংকটাপন্ন

নারায়ণগ‌ঞ্জের মে‌রিনা লন্ড‌নের অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন

ঢাকায় নিয়োগ দেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন


হঠাৎ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ ও ময়লা পানি ছিটিয়ে তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ।

এতে সংঘর্ষ বেধে যায়। ইসরায়েলি পুলিশ গণগ্রেপ্তার শুরু করে। মসজিদের ভেতরে ঢুকেও তারা টিয়ার শেল নিক্ষেপ করে ও ধরপাকড় করে।

এ সময় আল আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি মাইকে ইসরায়েলি পুলিশকে শান্ত থাকতে ও হামলা বন্ধ করে আহব্বান জানায়। কিন্তু সেটাতে কর্ণপাত করেনি তারা। দফায় দফায় ফিলিস্তিনীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিপেক্ষ চলতে থাকে।

news24bd.tv নাজিম