তামিলনাড়ুতে দুই সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা

তামিলনাড়ুতে দুই সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর শঙ্কা বেড়েছে। কোনোভাবেই  কমছে না আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। দেশটির বেশ কিছু রাজ্যেও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

তামিলনাডুতে একদিনে ২৬ হাজার ৪৬৫ করোনা রোগী ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটিতে দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ মে) থেকে এই লকডাউন শুরু হবে।  

শনিবার (৮ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

খবরে বলা হয়, শুক্রবারই রাজ্যটিতে একদিনে ২৬ হাজার ৪৬৫ করোনা রোগী ধরা পড়েছে। একদিনের হিসেবে এটিই এখানে সর্বোচ্চ শনাক্ত। এর একদিন পরেই লকডাউনের ঘোষণা এলো।


নাটোরে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে হত্যা

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা এখনও সংকটাপন্ন

নারায়ণগ‌ঞ্জের মে‌রিনা লন্ড‌নের অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন


সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এমকে স্ট্যালিনের এটাই প্রথম বড় সিদ্ধান্ত।

news24bd.tv নাজিম