২৪ ঘণ্টায় মৃত্যুতে আবারও রেকর্ড গড়লো ভারত

২৪ ঘণ্টায় মৃত্যুতে আবারও রেকর্ড গড়লো ভারত

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে আগের রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লো ভারত। দেশটিতে এই প্রথম মৃত্যু ৪ হাজার ছাড়ালো। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ভারতে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওয়েবসাইটটির হিসাবে, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৯০ জন মারা গেছেন। বিশ্বে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ভারত যে শুধু মৃত্যুতেই রেকর্ড গড়ছে তা নয়। দেশটিতে টানা ৩ দিন ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার করোনা ডেটাবেজ অনুসারে, শুক্রবার ভারতে নতুন করে ৪ লাখ ১ হাজার ৫২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপারের অপেক্ষায় শতশত যাত্রী

ইরানের ১০০ কোটি ডলার ছেড়ে দেয়ার খবর অস্বীকার যুক্তরাষ্ট্রের

আজ থেকে বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন


দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ভারতে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।

news24bd.tv আহমেদ