বেড়েছে মুরগির দাম, নাগালের বাইরে ইলিশ

Other

ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। পাশাপাশি অনেকটাই সাধারণের নাগালের বাইরে রুপালি ইলিশসহ দেশি মাছ।  

খুচরা পর্যায়ে মসলার দাম বাড়লেও পাইকারি বাজারগুলোতে তা স্থিতিশীল। এদিকে ক্রেতাদের জন্য স্বস্তির খবর, কমতে শুরু করেছে চালের দাম।

 

ঈদের আগে শেষ শুক্রবার, স্বাভাবিক ভাবেই বাড়তি ভিড় রাজধানীর কারওয়ান বাজারে। ঈদের চাহিদার কথা মাথায় রেখে মাংস প্রেমীদের আনাগোনা বেশি মুরগি কিংবা গরুর মাংসের দোকানে।  


কে বলেছে আমি হাসপাতালে ভর্তি? : তোফায়েল আহমেদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রী নিয়ে শিমুলিয়াঘাট ছাড়লো ফেরি

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা এখনও সংকটাপন্ন

নারায়ণগ‌ঞ্জের মে‌রিনা লন্ড‌নের অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত


সেই সুযোগে কেজি প্র্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে ব্রয়লার, কক, দেশি মুরগির দাম। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই ৫৮০ টাকা কেজিতে।

মাংস রান্নার জন্য প্রয়োজন বিভিন্ন রকম মসলা। ঈদ আসলে তাই দাম বাড়তে দেখা যায় সেই সব পণ্যের।  

তবে এবছর আমদানি ভালো হওয়ায় দাম বাড়েনি পাইকারি পর্যায়ে। যদিও খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে। কদিন আগেই শুরু হয়েছে নদীতে রুপালি ইলিশ ধরা। তবে সরবরাহ বাড়েনি বাজারগুলোতে। ফলে দাম এখনও হাতের নাগালে আসেনি।  

পাশাপাশি নানা অযুহাতে বাড়তি দাম চাওয়া হচ্ছে দেশি মাছের। তবে নিম্ন আয়ের মানুষের স্বস্তি ফিরতে শুরু করেছে চালের বাজারে। দীর্ঘদিন ধরে বাড়তে থাকা চালের দাম এবার কিছুটা কমেছে বলে জানালেন বিক্রেতারা। ঈদের পর দাম আরোও নিয়ন্ত্রণে আসার পূর্বাভাসও দিচ্ছেন বিক্রেতারা।

news24bd.tv নাজিম