তিন আলীর রানে কোণঠাসা জিম্বাবুয়ে

তিন আলীর রানে কোণঠাসা জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

হারারেতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও কোণঠাসা হয়ে পড়েছে জিম্বাবুয়ে। আবিদ আলীর ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে পাকিস্তান উঠেছে রান পাহাড়ে। হারারে টেস্টে প্রায় দুই দিন ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার আবিদ আলী। তার অপরাজিত ২১৫ রানের ইনিংসের টেস্টে ১২৬ রান করেছেন সাবেক অধিনায়ক আজহার আলী।

ইনিংসের শেষদিকে তথা নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন নোমান আলী। কিন্তু দুর্ভাগ্য তার অষ্টম উইকেটে আবিদ আলীর সঙ্গে ১৬৯ রানের জুটি গড়ে মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তিন রানের জন্য সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে পারেননি।  

১০৪ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৯৭ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন নোমান।

তার বিদায়ের মধ্য দিয়ে ৫১০/৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।  

জিম্বাবুয়ের পক্ষে ব্লেক্সিং মুজারাবানি তিনটি এবং টেন্ডাই চিসোরো দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে কোনো রান জড়ো করার আগেই উইকেট হারায়। এতে চাপে পড়লে ব্যাটিং বিপর্যয় হয় ব্রেন্ডন টেলরের দলের। কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, টেলর ও মিল্টন শুম্বাকে হারিয়ে দলটির সংগ্রহ মাত্র ৫২ রান, ৩০ ওভারে। ৭১ বলে ২৮ রান করে অপরাজিত আছেন রেগিস চাকাভা।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

টস : পাকিস্তান

পাকিস্তান ১ম ইনিংস : ৫১০/৮ (১৪৭.১ ওভার)
আবিদ ২১৫*, আজহার ১২৬, নোমান ৯৭
মুজারাবানি ৮২/৩, চিসোরো ১৩১/২

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৫২/৪ (৩০ ওভার)
চাকাভা ২৮*, টেলর ৯
সাজিদ ০/১, হাসান ৭/১

জিম্বাবুয়ে ৪৫৮ রানে পিছিয়ে।

news24bd.tv/আলী