জো বাইডেনের রাজনীতি, সত্যি অসাধারণ!

জো বাইডেনের রাজনীতি, সত্যি অসাধারণ!

Other

কোভিডের ভ্যাকসিনের প্যাটেন্ট উন্মুক্ত করে দেয়া, না কি এই মুহূর্তে ভ্যাকসিন এবং এর কাঁচামালের রপ্তানির উপর আরোপিত যে কোনো ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে প্রতিটি দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করা- কোনটা জরুরী?

মাকিন যুক্তরাষ্ট্র প্যাটেন্ট উন্মুক্ত করে দেয়ার আলোচনাটা সামনে এনেছে। কিন্তু ভ্যাকসিন এবং তার কাঁচামালের উপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কিছু বলছে না। সঙ্গত কারনেই ইউরোপীয়সহ অন্যান্য দেশগুলো সংকটে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এই মুহূর্তে প্যাটেন্ট এর আলোচনাকে ‘অপ্রয়োজনীয়  বিতর্ক’ হিসেবে উল্লেখ করে বলছে, সবার আগে জো বাইডেনের উচিৎ ভ্যাকসিন এবং তার কাঁচামালের উপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়া।

 

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে আমেরিকার বাইরে কোম্পানিগুলোর ভ্যাকসিন উৎপাদন ব্যহত হচ্ছে বলেও তারা দাবি করেন।  

জো বাইডেন ক্ষমতায় এসেই আমেরিকায় উৎপাদিত কোভিডের ভ্যাকসিনের রপ্তানি বন্ধ করে দেন। পরবর্তীতে এর কাঁচামালের রপ্তানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


অবশেষে করোনামুক্ত হলেন খালেদা জিয়া

পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে চীনা রকেট, দেখা যাচ্ছে লাইভে

পবিত্র শবে কদর আজ

কাবুলে স্কুলের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫৫


দেশে দেশে মানুষকে কোভিডের ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত করে দিয়ে জো বাইডেন এখন প্যাটেন্ট উন্মুক্ত করার ’আলোচনা’কে সামনে নিয়ে আসতে চাচ্ছেন।

জো বাইডেনের রাজনীতি,সত্যি অসাধারণ!

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

news24bd.tv নাজিম