পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

Other

পার্বত্যাঞ্চলের করোনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রবিবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।  

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার প্রায় ২২০ পরিবারকে এ দেওয়া হয়। এসময় খাগড়াছড়ি সেনা সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. সুলতান মাহমুদ শেখ, ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক উপস্থিত ছিলেন।

সহায়তার মধ্যে ছিল প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তৈল, ৫ কেজি লবণ, এক কেজি চিনি, একটি সাবানসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

শুধু তাই নয় করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে পার্বত্যাঞ্চলের জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।

news24bd.tv / কামরুল